নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত “পদ্মা সেতু” প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবে। প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি থেকে এই সকল তথ্য জানা যায়।
আরও পড়ুন: এলএনজি কিনবে সরকার
এ সময় জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় গণভবন-পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন তিনি। এরপর বিকেল ৪টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত “পদ্মা সেতু” প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। এর পরে বিকেল ৫টায় টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। তার পর সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এর পরে দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি।
শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় বঙ্গবন্ধুর বাল্যকালের বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করবেন তিনি। ঐখানে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর বিকেল সাড়ে ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। ২দিনের সফর শেষে শনিবার (৬ জুলাই) বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
সান নিউজ/এমএইচ