নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষার প্রহর গুণছেন সৌদি প্রবাসীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েকশ’ প্রবাসী প্লেনের টিকিটের জন্য অপেক্ষার প্রহর গুনছেন।
এক থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের বৃহস্পতিবার ডেকেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কার্যালয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ও ভেতরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করছেন কয়েকশ’ প্রবাসী। সকাল সোয়া ১০টা পর্যন্ত টিকিট দেওয়া শুরু হয়নি।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডাকা হয়েছে। ৫০০ পর্যন্ত দেওয়ার পর সময় থাকলে পরবর্তী টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। সম্ভব না হলে শুক্রবার বাকিদের টিকিট ইস্যু করা হবে।
সান নিউজ/বিএস