নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরব থেকে ছুটিতে এসে আটকা পড়া প্রবাসী বাংলাদেশীদের সুখবর দিলো সরকার। এদের আকামার মেয়াদ বাড়ানো হয়েছে আরও ২৪ দিন সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ফ্লাইট চালু হবে এই মাসেই । এই খবর প্রকাশিত হবার পর পর আনন্দ উচ্ছলিত সৌদি প্রবাসীরা।
আকামার মেয়াদ বেড়েছে ২৪ দিন এবং ফ্লাইট চালু হচ্ছে এই মাস থেকেই এই সংবাদে খুশি তারা এবং ধন্যবাদ জানিয়েছে বর্তমান সরকারকে।
অনেকেই বলছে আমাদের সবকিছু শেষ হতে চলেছিলো সেটা থেকে আমরা পরিত্রান পেয়েছি।
দেশে আটকা পড়া সৌদি প্রবাসী মাসুদ সান নিউজকে বলেন, সরকার যে আমাদের দিকে মন দিয়েছে এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সরকার সব সময় আমাদের পাশে থাকবে এই কামনাই করি।
তবে এখনও সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় অনেকেই উৎকণ্ঠায় ভুগছে সঠিক ভাবে সৌদি যেতে পারবে কিনা। সিন্ডিকেটের কবলে পড়ার সংশয় এখনও অনেকের মন থেকে যায়নি।
সান নিউজ /পিডিকে/আরএইচ