নিজস্ব প্রতিবেদক: আগামী রবিবার (৩০ জুন) এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযানের কর ও ফি জমা দেওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
আরও পড়ুন: বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়
বৃহস্পতিবার (২৭ জুন) বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, মোটরযান কর ও ফি এবং জাতীয় রাজস্ব বোর্ডের অগ্রিম আয়কর (AIT), ভ্যাট (VAT), সম্পূরক শুল্ক (SD) সহ বিআরটিএ'র যাবতীয় কর ও ফি আদায় কার্যক্রম ৩০ জুন, ২০২৪ খ্রি. দুপুর ১২:০০ ঘটিকার পর বন্ধ থাকবে। এ কারণে বর্ণিত সময়ের পূর্বেই মোটরযানের কর ও ফি ব্যাংকে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
আরও বলা হয়, তবে আটোমেটেড চালান (এ-চালান) সম্পাদনকারী ব্যাংকের শাখাগুলোতে রবিবার (৩০ জুন) ২০২৪ বিকাল ৩টা পর্যন্ত উপরে বর্ণিত কর বা ফি জমা করা যাবে।
সান নিউজ/এমএইচ