নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্যটি জানানো হয়েছে।
আরও পড়ুন: মাইক্রোবাসের ওপর উল্টে পড়ল ট্রাক
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, খুলনা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (৪৫-৬০) কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সকল এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অপরদিকে, মঙ্গলবার (২৫ জুন) রাতে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে যে, বুধবার সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তার সাথে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
সান নিউজ/এমএইচ