নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটে অসহনীয় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
আরও পড়ুন: ফজিলাতুন্নেছা হাসপাতালে শেখ হাসিনা
শুক্রবার (১৪ জুন) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গুলিস্তান, আজিমপুর, চানখার পুল, যাত্রাবাড়ী, কাজলা, শনির আখড়া, রায়েরবাগ, বংশাল, নাজিরাবাজার, নয়াবাজার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল প্রায় স্থির রয়েছে। এর প্রভাবে শহরের অন্য এলাকাতেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
গুলিস্তানের ফুলবাড়িয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সাব-ইন্সপেক্টর (এসআই) মো. হাবিব জানান, বৃহস্পতিবার (১৩ জুন) থেকে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ বেশি। যেহেতু, সামনে ঈদ, এ কারণে সকাল থেকেই ঘরমুখো মানুষ রাস্তায় বের হয়েছেন। এজন্য রাস্তায় গাড়ির চাপ বেশি হয়েছে। বিকেলের পর যানজট কিছুটা কমতে পারে।
সান নিউজ/এএন