নিজস্ব প্রতিবেদক: চলতি এই বছরের পবিত্র হজ্জ ফ্লাইট শেষ হচ্ছে আজ বুধবার (১২ জুন)। আজ দুপুর ২টা ৫মিনিটে সৌদি এয়ারলাইন্সের ১টি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের হজ্জযাত্রা।
আরও পড়ুন: ঈদ স্পেশাল ট্রেন আজ
এই বছর পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন ৮২,৭৭২ জন বাংলাদেশি হজ্জযাত্রী। সর্বমোট ২০৯টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।
বুধবার (১২ জুন) হজ্জ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানায় হেল্প ডেস্ক।
ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) দুপুর ২টা ৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের SV3809 ফ্লাইটে ঢাকা-সৌদির উদ্দেশ্য ছেড়ে যাবে শেষ হজ্জ ফ্লাইট।
আরও পড়ুন: ১৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
হেল্প ডেস্ক বলেন, সর্বমোট ২০৯টি ফ্লাইটে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮২,৭৭২ জন বাংলাদেশি হজ্জযাত্রী। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইট রয়েছে।
অপরদিকে হজ্জ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত মোট ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে সর্বশেষ সোমবার (১০ জুন) ২জন মারা গেছেন। এ সময় মারা যাওয়া হজ্জ যাত্রীদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১ জন নারী। চলতি হজ্জ মৌসুমে সৌদি আরবে ১ম বাংলাদেশি হিসেবে গত বুধবার (১৫ মে) মো. আসাদুজ্জামান নামে ১ হজ্জযাত্রী মারা যায়।
তার আগে, গত বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ এয়ারলাইন্সের ১ম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজ্জযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এরই মাধ্যমেই চলতি বছরের হজ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ্জ পালনে সৌদি আরব যাচ্ছেন ৮৫,২৫২ জন। তাদের মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেন ৪,৫৬২ জনে এবং বেসরকারিভাবে নিবন্ধন করেন ৮০,৬৯৫ জন। প্রতি ৪৪ জনে ১ জন করে গাইড হিসেবে ১,৮৯৯ জন হজ্জ যাত্রীদের সাথে যাচ্ছেন। হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা মোট ২৫৯টি। হজ্জ যাত্রীদের ১ম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার (২০ জুন) এবং শেষ ফিরতি ফ্লাইট সোমবার (২২ জুলাই)।
এই বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে রবিবার (১৬ জুন) এবং পবিত্র হজ্জ পালিত হবে শনিবার (১৫ জুন)।
সান নিউজ/এমএইচ