নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শেষ হওয়ায়র পর ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ ও নৌযান চলাচল আবার শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টায় ১ম লঞ্চ ঢাকা থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
আরও পড়ুন: আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতি থেকে নৌযানকে রক্ষা করতে আবহাওয়া অধিদপ্তরের সংকেত অনুসারে সারাদেশে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ করা হয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। এজন্য আবহাওয়া অধিদপ্তরের সংকেত অনুসরণ করে পুন:রায় আজ দুপুর ১২টা থেকে ঢাকার অভ্যন্তরীণ নৌপথের লঞ্চগুলো পুন:রায় চলাচল শুরু করেছে।
তার আগে, গত শনিবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সান নিউজ/এমএইচ