নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের মামলায় গ্রেপ্তারকৃত তিতাস গ্যাসের আট কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিনপ্রাপ্তরা হলেন, তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার (৩২), প্রকর্মী মো.ইসমাঈল প্রধান (৪৯), সাহায্যকারী মো. হানিফ মিয়া (৪৮), সিনিয়র উন্নয়নকারী মো.আইয়ুব আলী (৫৮) ও সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী(৫৬)।
সোমবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলমের আদালত এ জামিন মঞ্জুর করে।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড.সুলতান মাহমুদ। তিনি জানান, তিতাসের আট কর্মকর্তা ৫০০ টাকা বন্ডে স্থায়ী জামিন পেয়েছেন।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিআইডি’র ডিআইজি প্রেস ব্রিফিংয়ে তল্লা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় তিতাসের আট কর্মকর্তাকে গ্রেপ্তারের খবর জানান।
সান নিউজ/ বিএম/ এআর | Sun News