নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বুধবার (২২ মে) রাতে এই অভিযানটি চালানো হয়।
আরও পড়ুন: পৃথক ঘটনায় নিহত ২
এই বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার ১টি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ ৩ জনকে আটক হয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর জানান বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই বাড়িটি ঘিরে রাখার বিষয়টি।
এর পরে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে এই অভিযান শুরু হয়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট ৬৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: জাল নোটসহ দম্পতি গ্রেফতার
আটক ৩ জনের মধ্যে ১ জনের আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।
সংশ্লিষ্টদের ধারণা মতে, চলমান ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য এ বোমাগুলো তৈরি হচ্ছিল কারখানায়। এই বিষয়টির তদন্ত চলমান।
সান নিউজ/এমএইচ