নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে লেখা হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। এবার মাউন্ট এভারেস্টের পর লোৎসে জয় করলেন বাবর আলী।
আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছেন
মঙ্গলবার (২১ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট, বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে বাবর আলী জয় করেছেন বিশ্বের ৪র্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে। ৩ দিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এ শৃঙ্গ জয় করেছেন তিনি।
এটিই বাংলাদেশের কারো ১ম লোৎসে সামিট এবং ১ম একই অভিযানে দুটি আটহাজারি শৃঙ্গ সামিট।
আরও পড়ুন: জাতীয় বাজেট অধিবেশন ৫ জুন
উল্লেখ্য, এর আগে রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী।
প্রসঙ্গত, এর আগে ২০১০-২০১৩ সালের মধ্যে ৪ বছরে ৫ বাংলাদেশি ৬ বার মাউন্ট এভারেস্ট জয় করেন। কিন্তু এরপরই এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। দীর্ঘ সময় কোনো বাংলাদেশির সফল অভিযান হয়নি। ১১ বছরের সেই খরা কাটিয়ে রোববার ভোরে মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল-সবুজ পতাকা হাতে বাবর আলী।
সান নিউজ/এএন