নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন থানায় ৪টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ২৭০০ জনকে। এ পর্যন্ত গ্রেফতার আছেন মোট ৪২ জন।
আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাত, নিহত ২
সোমবার (২০ মে) দুপুরে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুর মডেল থানায় ১টি, পল্লবী থানায় ২টি, ও কাফরুল থানায় ১টি মামলা করেছে পুলিশ। এতে এখন পর্যন্ত ৪২ জন গ্রেফতার আছেন। ৪ মামলায় প্রায় ২৭০০ জনকে আসামি করা হয়েছে।
পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, রোববার (১৯ মে) অটোরিকশা চালকরা পল্লবী এলাকায় ট্রাফিক বক্সে আগুন দেন, অগ্নিসংযোগ করেন ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে দুটি মামলা হয়েছে।
আরও পড়ুন: অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
এ পর্যন্ত গ্রেফতার আছেন ১৫ জন। ২ মামলায় অজ্ঞাত আসামি ১৫০০-১৮০০ জন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম বলেন, গতকাল অটোরিকশা চালকরা মিরপুর ১০-এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ও পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৮০০-৯০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এতে এখন পর্যন্ত গ্রেফতার আছেন ১২ জন।
সান নিউজ/এনজে