নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
আরও পড়ুন: তাপপ্রবাহ প্রশমিত হতে পারে
শনিবার (১৮ মে) সকাল ১০টা ১৭ মিনিটে লা ভিঞ্চি হোটেলের একটি টিনশেড জেনারেটর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হোটেলের ওই জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ১০ টা ১৭ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটসহ স্থানীদের সম্মিলিত প্রচেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন
তবে কীভাবে আগুন লাগল এবং কোনো হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত পরে জানা যাবে।
সান নিউজ/এনজে