নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে আজ ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তেতুলিয়ায় সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুর ও রংপুরে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সান নিউজ/এএন