নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানিয়েছেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৩৬.১ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি আলমগীর বলেন, প্রথম ধাপের উপজেলা ভোটে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায় ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় ৭৩.১ শতাংশ।
আরও পড়ুন: আমরা চাল রফতানিতেও সফল হবো
এর আগে বুধবার (৮ মে) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩০-৪০ শতাংশ ভোট পড়েছে।
সান নিউজ/এনজে