নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: রাজধানীসহ ৪ অঞ্চলে ঝড়ের আভাস
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ১ টার দিকে এমভি বাঙালি নামের লঞ্চটির তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
আরও পড়ুন: হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ৪ নির্দেশনা
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সদরঘাট নদীর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট বাড়ানো হয়।
প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আন তে সক্ষম হন। দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। লঞ্চটি ঘাটে ছিল। তবে এ সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সান নিউজ/এনজে