নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন বিজিবি ৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা ও উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলামসহ চার সদস্য। ভারতের পক্ষে ছিলেন বিএসএফ ১৭৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল অরুণ কুমারসহ চার সদস্য।
বিজিবি আইসিপি ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্ত ঘেঁষে ভারতীয় ইমিগ্রেশন ভবন নির্মাণ, মাদক, অস্ত্র পাচারসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
সান নিউজ/ এআর