নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের ছুটছে মেট্রোরেল। ফলে যাত্রীরা আগের মতোই বিদ্যুৎচালিত দ্রুতগতির এ গণপরিবহনে ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুন: টিকেটে কালোবাজারি চিরতরে বন্ধ হবে
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, রমজান উপলক্ষে মেট্রোরেল চলাচলে যে এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, সেটি আর থাকছে না। এখন আগের সময়সূচিতে মেট্রোরেল চলবে।
এর আগে ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচল গত ২৭ মার্চ থেকে এক ঘণ্টা বাড়ানো হয়। তখন রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে।
আরও পড়ুন: আজ চৈত্র সংক্রান্তি
সে সময় সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর প্রান্ত থেকে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অপরদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।
বর্তমানে ১৬টি স্টেশনে মেট্রোরেল চলাচল করছে। এগুলো হচ্ছে-উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল।
সান নিউজ/এনজে