নিজস্ব প্রতিবেদক: আজ পবিত্র ঈদুল ফিতর যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসব। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দে মেতেছেন মানুষ। তবে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পাননি। তাদের ঈদ কাটছে কর্মব্যস্ততায়।
আরও পড়ুন: নাবিকদের উদ্ধারে সরকার চেষ্টা করছে
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সরেজমিনে দেখা গেছে, মানুষ যখন ঈদের জামাতে অংশ নিতে ঈদগাহ মাঠে প্রবেশ করছেন তখন পুলিশ সদস্যরা প্রধান ফটকের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন।
ঈদের দিন দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের ঈদ উদযাপন রাস্তায় দাঁড়িয়েই করতে হচ্ছে। তাদের প্রধান দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারেন। মানুষের সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারাটাই তাদের কাছে ঈদের আনন্দ।
আরও পড়ুন: আ’লীগ নিতে নয় দিতে এসেছে
ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারের মতো পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ঈদের প্রধান প্রধান জামাতগুলোতে নিরাপত্তা দিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সান নিউজ/এএন