নিজস্ব প্রতিবেদক: ঈদের আর মাত্র ২ দিন বাকি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। এবার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে।
আরও পড়ুন: ঢাকাসহ ১৮ জেলায় ঝড়ের আশঙ্কা
যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তারা এখন ভোগান্তিমুক্ত ভ্রমণ করতে পারছেন। ট্রেন সময়মতো গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা।
সোমবার (৮ এপ্রিল) সকালে সরেজমিনে কমলাপুর স্টেশনে দেখা যায়, নির্দিষ্ট সময় অনুযায়ী একের পর এক স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। আজ ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতকারী মহানগর প্রভাতী ট্রেনটি স্টেশন ছাড়ার সময় ছিল ৭টা ৪৫ মিনিটে৷ ট্রেনটি নির্দিষ্ট সময়েই স্টেশন ত্যাগ করে।
স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৮ টা ২০ মিনিট পর্যন্ত মহানগর প্রভাতী, বালাকা, ধুমকেতু, পারাবত, সুন্দরবন ও নীলসাগর এক্সপ্রেসসহ মোট ১১টি ট্রেন বিভিন্ন গন্তব্যে স্টেশন ত্যাগ করেছে।
আরও পড়ুন: স্কাউটিং উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, কোনো সিডিউল বিপর্যয় নেই। এমনকি যাত্রায় বিলম্বও নেই। প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী স্টেশন ত্যাগ করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে এবারের ঈদযাত্রায় রেলওয়ের ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা।
তারা বলছেন, ট্রেনে ঈদযাত্রায় আগের তুলনায় এবার স্বস্তিদায়ক হচ্ছে৷ ট্রেন যেমন সময়মতো ছাড়ছে, অন্যদিকে বিনা টিকিটের কোনো যাত্রী ভ্রমণ করতে পারছেন না। রেলওয়ের ব্যবস্থাপনায় যাত্রা ভালো হচ্ছে।
আরও পড়ুন: একদিনে কালবৈশাখী ও বজ্রপাতে নিহত ১৪
বুড়িমারি এক্সপ্রেসে লালমনিরহাট যাচ্ছেন আশরাফুল ইমন৷ ঈদযাত্রায় সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, এবারের ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে৷ বিশেষ করে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে ব্যবস্থাপনা প্রশংসনীয়৷ দেখলাম সবগুলো ট্রেনই সময়মতো ছাড়চ্ছে৷ আগে বিলম্বে ট্রেন ছাড়ার ঘটনা এবার দেখা যাচ্ছে না।
আরেক যাত্রী আকলিমা আক্তার বলেন, গত ঈদে বাড়ি যেতে বেশ ভেগান্তিতে পোহাতে হয়েছিল। এবার স্টেশনে এসে ভালো লাগছে। সব ব্যবস্থাপনা ভালো।
সান নিউজ/এনজে