নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাগর (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি সরকার জানে না
শুক্রবার (৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত সাগর ঝালকাঠি জেলার সদর থানার গগন গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে। কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকতেন তিনি।
আরও পড়ুন : স্বস্তির পরিবেশে চলছে ট্রেনযাত্রা
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কাউসার বলেন, আমি এবং সাগর আমরা দুজনেই আইডিয়াল প্লাস্টিক কারখানার কর্মচারী। সকালে প্লাস্টিক কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সাগর অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সাগর আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
সান নিউজ/এমআর