সংগৃহীত
জাতীয়

ব্যাংকে হামলার ঘটনায় যা করার করবো

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় যা যা করার সবই করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ সব কথা জানান।

তিনি জানান, ‘গতকাল হঠাৎ করে শুনলাম পাহাড়ে ব্যাংক ডাকাতির প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে তথ্য আসছে কুকি চীন যে গ্রুপটি রয়েছে, আগেও যারা বান্দরবানে একটি জায়গায় অবস্থান করে জঙ্গি বাহিনীর সঙ্গে আঁতাত করে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল। আমাদের র‌্যাব এবং আর্মি সেই ঘাঁটি সরিয়ে দিয়েছে। ইদানীং কুকি চীন বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ পর্যন্ত রুমার যে ঘটনাটি আমরা শুনেছি, সেখানে আমাদের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। সোনালী ব্যাংকে ঢোকার আগে রুমাতে বৈদ্যুতিক যে সাব-স্টেশন ছিল তা বন্ধ করে ব্যাংকের দিকে তারা অগ্রসর হন। পুলিশ সেখানে মোতায়েন ছিল। পুলিশ ও ব্যাংকের ম্যানেজার তারাবি নামাজে ছিলেন। সে সময় তারা ঢুকে ২ পুলিশ সদস্যকে আহত করে দুটি এসএমজিও ৮টি চাইনিজ রাইফেল লুট করে। সেইসাথে উপজেলা কমপ্লেক্সে আনসারদের শটগানগুলোও নিয়ে নেয় তারা।’

আরও পড়ুন: লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩

এছাড়াও ‘সোনালী ব্যাংকের একটা ভল্ট ভাঙে, অন্যটা মনে হয় ভাঙতে পারেনি। এখনও অফিসিয়াল নিউজ পাইনি। যতটুকু শুনেছি, তাই বলছি। ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে নিয়ে গেছে। কত টাকা নিয়েছে, এখনও সেটা অফিসিয়ালি আসেনি।’

আসাদুজ্জামান খান জানান, ‘আজ দিনের বেলায় দেখলাম, থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে আক্রমণ করেছে। এখনও এই অপারেশনটা চলছে। সেখানে আমাদের পুলিশ গোলাগুলি করছে। ঠিক কত টাকা নিয়েছেন বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ তা এখন জানাতে পারিনি।’

মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের যা যা করার, আমরা করবো। এখানে যারা জড়িত বা করেছে সবগুলোর ব্যবস্থা নেবো।’

আরও পড়ুন: বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

তিনি জানান, ‘সেখানে এখন পর্যন্ত পুলিশ ও বিজিবি রয়েছে। সেখানে প্রয়োজনে সেনাবাহিনীও যাবে।’আমাদের কাছে এ বিষয়টি একেবারে নতুন। থানচি শান্তিপূর্ণ এলাকা। পর্যটকদের জন্য ভ্রমণের মূল জায়গা। এগুলো দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো, ইনশাআল্লাহ।

ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে দু’দেশের সঙ্গেই আলোচনা হচ্ছে। সীমান্তে ঐ দেশে একটা চক্র রয়েছে, আমাদের দেশেও একটা রয়েছে। যারা নাকি অবৈধ ব্যবসা করে। যারা সীমান্ত পাড়ে থাকেন তারা দুর্ধর্ষ, কোনো নিয়ম-কানুন মানেন না। কখনও ঐ দেশে ঢুকে যায়, আবার কখনও এ দেশে।’

ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বুয়েটে জঙ্গিবাদের উত্থান হচ্ছে- ‘আমরা কাছে এ বিষয়ে কোন তথ্য নেই, এতটুক বলছি- হাইকোর্ট যে নির্দেশনা দিচ্ছে, সবাই সেটাই মেনে চলবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যেহেতু রাজনীতি নিষিদ্ধ নয়, বুয়েটে নিষিদ্ধ হয়েছিল, সেটার ওপর একটা আদেশ করা হয়েছে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা