মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
জাতীয় প্রকাশিত ২ এপ্রিল ২০২৪ ১১:১৫
সর্বশেষ আপডেট ২ এপ্রিল ২০২৪ ১১:১৭

লরি উল্টে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাভারে তেলবাহী লরি উল্টে ৫ টি গাড়িতে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিদগ্ধ ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফিরতি টিকিট বিক্রি শুরু বুধবার

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে সাভারের হেমায়েতপুর জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন- মিলন মোল্লা (২২), শিশু মিম (১০), আল আমিন (৩৫), নীড়াঞ্জন (৪৫), ট্রাকের হেলপার হেলাল (৩০), সাকিব (২৪), আবদুস সালাম (৩৫) ও নজরুল ইসলাম (৪৫)। এর মধ্যে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আজ সকালে সাভারের হেমায়েতপুর থেকে ৮ জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ব্রিজের গার্ডার ধসে নিহত ১

তিনি আরও জানান, বাকি ৭ জনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের ড্রেসিং সম্পন্ন না হওয়া পর্যন্ত দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়।

এ সময় আগুন পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে ছড়িয়ে পড়ে। এতে ইকবাল নামে এক ব্যক্তি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তিনি যশোরের চৌগাছা থানার বাসিন্দা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস অনুষ্ঠিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা