জেলা প্রতিনিধি: রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম মন্তব্য করেছেন, লোকোমাস্টারসহ দায়িত্বরতদের দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদীতে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: গরম বেড়ে তাপপ্রবাহের আভাস
বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রেলমন্ত্রী জানান, ঈশ্বরদীতে যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে তা খুবই অনভিপ্রেত, দায়িত্বহীনতার পরিচয় এটি। একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে, কোনো সময় এটা আশা করা যায় না। আমি আশা করব, দায়িত্বশীলতার সঙ্গে সবাই তার দায়িত্ব পালন করবেন ও সকল প্রকার দুর্ঘটনা থেকে রেলকে মুক্ত রাখবে।
আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ২টি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই রুটের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে সকাল ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক ও অন-ডিউটি সহকারী স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের কার্যালয়।
সান নিউজ/এএ