নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ মার্চ) থেকে ৭ এপ্রিলের টিকিট বিক্রি হবে।
আরও পড়ুন: গরম বেড়ে তাপপ্রবাহের আভাস
যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে ও পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে৷
অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ে বুধবার সকাল থেকে ৬ এপ্রিলের টিকিট বিক্রি শুরু করছে। এর আগে, ৩ এপ্রিলের টিকিট ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ ও ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ।
এছাড়াও ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ এবং চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করবে রেলওয়ে।
আরও পড়ুন: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
শতভাগ টিকিট এবার অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে, যাত্রীদের অনুরোধে ২৫% টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
সান নিউজ/এএ