নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি সুপারবোর্ড কারখানায় আগুন জ্বলতে থাকার মধ্যেই রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে কারখানায় আগুন
রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
আরও পড়ুন: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
তিনি জানান, রাজধানীর কড়াইল বস্তিতে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে মোট ৮ ইউনিট রওনা হয়েছে।
বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩টি ইউনিট। বাকি ৫ ইউনিট যানজটের কারণে রাস্তায় আটকে আছে বলে জানান তিনি।
সান নিউজ/এনজে