নিজস্ব প্রতিনিধি:
ভোলা: ভার্চুয়াল অনলাইনে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম পুরষ্কার পেয়েছে আরমিন সালাম বর্ষা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এঁকে এই অর্জন তার। বঙ্গবন্ধুকে আঁকতে পেরেই আনন্দিত বর্ষা। পুরষ্কার প্রাপ্তি আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে ঢাকা বিএম ল্যাবরেটরী স্কুলের তৃতীয় শ্রেণির এই ছাত্রীর মনে।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামী লীগ শিশু-কিশোরদের নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ স্লোগানে ওই প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার (১৪ আগস্ট) চিত্রাংকনসহ মোট চারটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরমিন সালাম বর্ষা বলেছে, ‘বঙ্গবন্ধুর ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকছি। ১৫ আগস্ট উপলক্ষে এই ছবিটি এঁকে প্রথম হতে পেরে খুবই আনন্দ লাগছে। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ছবি আঁকার চেষ্টা করবো।’
বর্ষা ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর মেয়ের ঘরের নাতনী। বর্ষার বাবা আবদুস সালাম প্রকৌশলী ও মা শাহামিনা শারমিন গৃহিণী। একমাত্র মেয়ের এই সাফল্যে তার বাবা-মাও আনন্দিত।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব মনে করেন, আরমিন সালাম বর্ষার আঁকা ছবি স্বাধীনতা দিবস বা বিশেষ কোনো দিবসের কার্ডে ছাপার যোগ্য।
সান নিউজ/ এআর