ফরিদপুরে বানভাসি শিশুদের মাঝে খেলাঘরের শিশুখাদ্য বিতরণ
শিশু স্বর্গ

ফরিদপুরে বানভাসি শিশুদের মাঝে খেলাঘরের শিশুখাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ‘বানভাসি শিশুদের রক্ষা করি’- স্লোগানে ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে বন্যার্ত শিশুদের মাঝে শিশুখাদ্য বিতরণ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর।

বন্যাকবলিত এলাকাগুলোতে শিশুখাদ্যের সংকট নিরসনে ‘কেন্দ্রীয় ত্রাণ তহবিল’ গঠন করে খেলাঘর পরিবার ও শুভাকাঙ্খীদের কাছ থেকে আর্থিক সহায়তা নিচ্ছে কেন্দ্রীয় খেলাঘর আসর। সেই অর্থে শিশুখাদ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকার শিশুদের মাঝে বিতরণ কার্যক্রম চলছে।

এর অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ভাঙ্গীডাঙ্গী মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শতাধিক শিশুর হাতে শিশুখাদ্য তুলে দেন খেলাঘর জেলা ও আঞ্চলিক কমিটির সংগঠকরা। শিশুখাদ্যের মধ্যে ছিল তিন কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি সুজি, এক প্যাকেট দুধ, এক কেজি বিস্কুট ও পাঁচটি খাবার স্যালাইন।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ মাহমুদ, সহ সভাপতি আলেয়া হক, উত্তম দত্ত, রুবিয়া মিল্লাত, আফরোজা সুলতানা টুটু, অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ আলী আহসান কল্লোল, সহ সাধারণ সম্পাদক ইকবাল কবির চৌধুরী, বৈশাখী চক্রবর্তী, বেলায়েত হোসেন খান ও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববি প্রমুখ এই ত্রাণ কার্যক্রমে অংশ নেন ।

গত রোববার (২ আগস্ট) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই, তিলুরা, বরকাটা, রণভূমি ও নোয়াগাঁও গ্রামের শিশুদের দিয়ে এই মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়। প্রথমদিনে দোয়ারাজার নবীণ দিশারী খেলাঘর আসরের সংগঠকরা পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে আশ্রিত শিশুদের মাঝে চাল, চিনি, সুজি, খেজুর, কিসমিস, দুধ ও হরলিক্স বিতরণ করেন।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা খেলাঘরের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করে বন্যার্ত শিশুদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় ও সারাদেশের খেলাঘর সংগঠক, অভিভাবক, সমর্থক, শুভানুধ্যায়ী ও সুহৃদসহ সারা দেশের মানুষকে এই তহবিলে জরুরি ভিত্তিতে ন্যূনতমম অর্থ জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। কেন্দ্রীয় ত্রাণ তহবিলের বিকাশ ( bkash) নম্বর ০১৮১৭২১০১৬৫ ( 01817210165)- এ এই আর্থিক সহায়তা পাঠানো যাবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পোপ ফ্রান্সিসের চিরবিদায়

ক্যাথোলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (২১ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহতসহ আহত দুই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন(৫০)নাম এক কৃষক নিহত ও দুই জন আহ...

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত

ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়,...

হাকালুকি হাওরে ধান কাটার মহোৎসব

মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ি এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে ফ্রান্সিসের মৃত্যু

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র খুনের ঘটনায় অর্থদাতা ফখরুল গ্রেফতার

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার ওপর হামলা মামলায় অর...

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহতসহ আহত দুই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন(৫০)নাম এক কৃষক নিহত ও দুই জন আহ...

ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা