সাননিউজ ডেস্ক: এক বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মৌলবীসাহেব ধবধবে পোশাক পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক নিমন্ত্রণে।
একটি বাড়ির দোতলার বারান্দায় বসে পান খাচ্ছিল বাড়ির মালিক। অন্যমনস্ক হয়ে পানের পিক ফেলতে পিক এসে পড়ল মৌলবীসাহেবের ঠিক সাদা দাড়িতে। তার পর মৌলবীর সাদা দাড়ি পুরো লাল হয়ে গেল।
মৌলবীসাহেব ক্রুদ্ধ হয়ে ওপরের দিকে তাকিয়ে বললেন, তোমার কি চোখ নেই, তুমি কানা? কোন ভদ্রলোকের গায়ে এভাবে পানের পিক ফেলতে হয়? দেখতে পাও না ? না দেখে রাস্তায় পিক ফেললে?
লোকটি নিজের দোষ ঢাকার জন্য একটু হেসে বলল, দেখতে পাব না কেন সাহেব? দেখেই তো ফেলেছি। নাহলে কি শুধু আপনার দাড়িতে গিয়ে পড়ে? আমি কানা নই।
মৌলবী একটু অবাক হয়ে বললেন, মানে?
আরও পড়ুন: অঝোরে কাঁদলেন মিথিলা
লোকটা বলল, আপনার উত্তম পোশাক দেখেই বুঝেছি, আপনি কোনও খানদানী বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছেন। তাই আপনার সাদা দাড়িতে লাল কলপ লাগিয়ে বাহার করে দিলাম, যাতে আপনাকে আরও সুন্দর দেখায়।
মৌলবী সামান্য দ্বিধান্বিত হয়ে ভাবলেন, কী জানি, হতেও পারে। এই মনে করে জোরে জোরে পা ফেলে চলে গেলেন।
সাননিউজ/জেএস