একটি মোরগ ভূত সেজে কীভাবে নিজের জীবন বাঁচিয়েছিলো সেটাই এই গল্পের উপজীব্য।
একেবারে যারা ছোট, যারা গল্প পড়ে আর চোখ বড় বড় করে গালে হাত দিয়ে ভাবতে বসে- এটা কীভাবে হলো, তাদের জন্যই বইটি।
একটা ইঁদুরের আকাশ ভ্রমণের স্বপ্ন নিয়ে লেখা পুচকু মিয়ার আকাশ ভ্রমণ, বিড়ালের গলায় কুকুরের ডাক আর কুকুরের গলায় বিড়ালের ডাককে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা নিয়ে লেখা কুকুমিউ, গণ্ডার আর ভেড়ার বন্ধু হয়ে ওঠার কাহিনী নিয়ে গল্পবন্ধু, কীভাবে একটি শিমুল ফুল গাছ ছোট্ট বসন্তর বন্ধু হয়ে যায় তা নিয়ে লেখা শিমুল গাছটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত গল্পগুলো বইটির প্রাণ।
এছাড়া মোটু আংকেল, ডিজিটাল ভূত, রোবট বাঁশি বাজাতে পারে নার মতো ৯টি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। বইটি প্রকাশ করেছে আদিত্য অনিক প্রকাশনী (স্টল নম্বর ৬৬১)। দাম: ১৯৯ টাকা।