সান নিউজ ডেস্ক: ভূমিকম্প! কেবল পৃথিবীতে নয়, ভূমিকম্পে মঙ্গল গ্রহও কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীরা দাবি করেছেন, গত এক মাসে তিনবার লাল গ্রহের মাটি কেঁপে ওঠার প্রমাণ পেয়েছেন তারা। গত শনিবারের ঘটনা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ইনসাইট ল্যান্ডার রোবট মঙ্গল গ্রহের খালি ধূলো সমভূমিতে নীরবে অবস্থান করছিল। হুট করেই তা কাঁপতে শুরু করে। কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ২।
জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা ধরে তা কেঁপেছে। ওই রোবট কম্পনের তথ্য পাঠিয়েছে পৃথিবীতে। নাসার বিজ্ঞানীরাও বুঝতে পেরেছেন, এতদিন তারা যে ঘটনার জন্য অপেক্ষা করছিলেন- তা ঘটেছে। আর সেটা বড় ধরনের ভূমিকম্প।
এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে মঙ্গল গ্রহে ইনসাইট ল্যান্ডারকে পাঠানোর পর থেকেই এমন একটি ভূমিকম্প পর্যালোচনার অপেক্ষায় ছিলেন নাসার বিজ্ঞানীরা।
কিছুদিন আগে আরো দুটি বড় ভূমিকম্প হয়েছে। গত ২৫ আগস্ট রোবটটি দুটি ভূমিকম্পের সঙ্কেত পাঠিয়েছিল। তার মধ্যে একটি ছিল ৪ দশমিক ২ মাত্রার এবং অন্যটি ৪ দশমিক ১ মাত্রার।
সূত্র: বিজনেস ইনসাইডার
সান নিউজ/এনএএম