সান নিউজ ডেস্ক: পৃথিবীর মেরু অঞ্চলে রাতের আকাশে প্রায়ই রং বেরং এর অদ্ভুত এক আলো দেখতে পাওয়া যায়। এই আলোকে অরোরা (Aurora) বা মেরু প্রভা বা মেরু জ্যোতি বলে।উত্তরের মেরু প্রভাকে অরোরা বোরিয়ালিস(northern lights),দক্ষিনের মেরু প্রভাকে অরোরা অস্ট্রালিস (southern lights) বলে। আর অরোরা বোরিয়ালিস(northern lights) কে রোমান ভাষায় বলে Roman goddess of dawn। আর গ্রীক ভাষায় বোরিস মানে উত্তরের বাতাস। বছরের যে কোন সময়েই এই প্রভা দেখা যেতে পারে। তবে শীতকালে এই প্রভা বেশী দেখা যায়।
স্বর্গীয় অনুভূতি
শুভ্র পাহাড়ের আড়ালে দিগন্ত বিস্তৃত এ আলোকছটা কেমন লাগছে দেখতে? মনোমুগ্ধকর এ আলো দর্শনার্থীদের দেয় এক কোমল স্বর্গীয় অনুভূতি৷ ছবিটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কোলা উপদ্বীপ থেকে নেওয়া৷
‘দ্য হান্টস রিওয়ার্ড‘
এ ছবিটির নাম দেওয়া হয়েছে ‘দ্য হান্টস রিওয়ার্ড’৷ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার দক্ষিণাঞ্চল থেকে তোলা ছবিটি মহাকাশের এক বিশেষ চিত্র ফুটিয়ে তোলেছে৷
অ্যান্টার্টিকার রাত
দক্ষিণ মেরুর শুভ্র বরফের হিমশীতল রাতের তাপমাত্রায় বর্ণীল এ আলোকছটা ধরা পড়ে ক্যামেরায়৷
উত্তর মেরুর উজ্জল দিগন্ত
ফিনল্যান্ডের নিকটবর্তী উত্তর মেরুর এ ছবিটি যখন তোলা হয় তখন আকাশে ছিল আংশিক চাঁদ৷ বরাফাবৃত মেরু অঞ্চলে উপস্থিত মেরুজ্যোতি আর চাঁদের আলো মিলে জন্ম দেয় এমনি এক পরাবাস্তব মুহূর্তের৷
‘জাদুকরী মুহূর্ত‘
আকাশ থেকে মাটিতে নেমে আসা এ মেরুজ্যোতির ছবিটি তুলেছেন আলোকচিত্রী জেনিনে হোলোওয়াটুইক ৷ ক্যানাডার উত্তরাঞ্চল থেকে তোলা দৃশ্যটিকে তিনি বলেছেন ‘জাদুকরী মুহূর্ত‘৷অঞন্টার্টিকার রাত
দক্ষিণ মেরুর শুভ্র বরফের হিমশীতল রাতের তাপমাত্রায় বর্ণীল এ আলোকছটা ধরা পড়ে ক্যামেরায়৷
প্রকৃতির রহস্য
আইসল্যান্ড থেকে তোলা এ ছবি বরফে ঢাকা একটি পাহাড়ের পাদদেশ থেকে নেওয়া৷ নীলাভ মেরুজ্যোতির আভা পুরো এলাকায় জন্ম দিয়েছে এক রহস্যের৷
সান নিউজ/এমএম