আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : কাতারের রাজধানী দোহা'র পাঁচ তারকা 'প্লাজা ইন দোহা' হোটেলে রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের এক যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ 'রূপসী বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৩ কাতার।'
আরও পড়ুন : কাতারে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বৈঠক
তারকা খচিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম, নাছির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাতারের আল খোর শহরের মেয়র শেখ শাহীন মোহাম্মদ এল,এইচ, আল মোহাম্মাদী, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক বাবু তপন মহাজন, সি,আই,পি মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা মার্জান সুমির উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের প্রধান ড, আশীষ দে নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবু মনসুর, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী শিকদার।
আরও পড়ুন : রিয়াদে ২ বাংলাদেশির মৃত্যু
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪০ জনকে তাঁদের কর্ম ও যোগ্যতার স্বীকৃতি স্বরূপ "রূপসী বাংলা স্টার অ্যাওয়ার্ড"- প্রদান করা হয়।
সবশেষে কাতার ও বাংলাদেশের সুপরিচিত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেন বাংলাদেশের স্বনামধন্য নায়িকা শিরিন শীলা, জনপ্রিয় কন্ঠশিল্পী বেলী আফরোজ, বাবলি আক্তার, জুই চামেলী, সুপ্রিয়া, পঙ্গিরা, জাহিদ প্রমুখ।
আরও পড়ুন : কাতারে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’-এর প্রকাশনা উৎসব
অনুষ্ঠানে আগত স্থানীয় অতিথিদের মধ্যে ছিলেন মো. নাসির উদ্দিন, আনোয়ার হোসেন আকন, ওমর ফারুক চৌধুরী, কেমাল উদ্দিন, আমিন রসুল সাইফুল, মো: শাহ আলম, শফিকুল ইসলাম প্রধান, ইসমাইল মিয়া, কফিল উদ্দিন, জসিম উদ্দিন দুলাল, মোস্তফা কামাল, মো. হারুন, নূর মোহাম্মদ, নুরুল আবসার বাবুল, মো. শাহজাহান সহ আরও অনেকে।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক, এস, আলম সবুজ, মোল্লা মোহাম্মদ রাজীব রাজ, মোহাম্মদ আল আমিন খান, উজ্জ্বল, নাঈম প্রমুখ।
সান নিউজ/এমআর