নিজস্ব প্রতিবেদক : কানাডার অন্টারিওর ওয়েন সাউন্ড শহরে দুর্বৃত্তের হামলায় শরীফ রহমান (৪৪) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
আরও পড়ুন : প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার
বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরীফ রহমান অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরে কারি হাউস নামের একটি রেস্তোরাঁর মালিক ছিলেন। তিনি সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকায় বাসিন্দা।
জানা গেছে, কানাডার টরেন্টো থেকে ১৯০ কিলোমিটার দূরে ওয়েনসাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে ‘দ্যা কারি হাউজ’ নামে একটি রেস্তোরাঁ গড়ে তোলেন শরীফ। গত ১৭ আগস্ট তিন ব্যক্তি তার রেস্তোরাঁয় খেতে আসেন। তারা খাবারের বিল না দিয়ে চলে যাচ্ছিলেন। শরীফ বাইরে গিয়ে তাদের থামাতে চেষ্টা করলে তারা হামলা করেন। হামলায় মারাত্মক আহত হয়ে শরীফ অন্টারিও প্রদেশের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৪ আগস্ট গভীর রাতে চিকিৎসকেরা শরীফকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : সৌদি প্রবাসীর মরদেহ ফেরত নিয়ে জটিলতার শেষ কোথায় ?
এ ঘটনায় সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে শরিফের মরদেহ।
তার মৃত্যুতে কানাডার বাংলাদেশি কমিউনিটি এবং ওয়েন সাউন্ড শহরে শোকের ছায়া নেমে এসেছে। শহরের লোকজন এক শোক মিছিলের আয়োজন করেছেন।
শরীফ রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ওয়েন সাউন্ড সিটি মেয়র ইয়ান বোডি। একইসঙ্গে শুক্রবার শহরের কয়েকটি সরকারি ও গুরুত্বপূর্ণ ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সান নিউজ/জেএইচ