সান নিউজ ডেস্ক: মালদ্বীপে ৬৫ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
আরও পড়ুন: চলতি মাসে বন্যার শঙ্কা
রোববার (০২ জুলাই) মালদ্বীপ থেকে প্রকাশিত সংবাদমাধ্যম সান অনলাইনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বলা হয়েছে, অবৈধ অভিবাসী কর্মীদের বিরুদ্ধে দ্বীপ রাষ্ট্রটির অভিবাসন বিভাগ, অর্থ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।
আরও বলা হয়েছে, রাজধানী মালে সিটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সব মিলিয়ে ৬৬ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৬৫ জনই বাংলাদেশি; একজন ভারতীয়। অভিবাসী কর্মীদের বসবাসস্থল, তাদের কর্মক্ষেত্রসহ বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
মালদ্বীপ সরকারের অবৈধ অভিবাসনবিরোধী এ কর্মসূচিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৩ হাজার কর্মীকে নথিভুক্ত করা হয়েছে।
সান নিউজ/এনকে