সান নিউজ ডেস্ক: কুয়েতে বাংলাদেশিসহ ১২৪ প্রবাসীকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরব টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি অধ্যুষিত এসব এলাকায় আবাসিক আইন লঙ্ঘনকারী প্রবাসীদের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিন আবাসিক আইন লঙ্ঘনের কারণে অসংখ্য প্রবাসীক গ্রেফতার করছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। যাদের বেশিরভাগ আকামা আইন লঙ্ঘনকারী।
আরও পড়ুন: শিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব দরকার
বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল শুয়েখ, মাহবুল্লাহ, খাইতান ও ফরওয়ানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক কর হয়।
কুয়েতে চলমান নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।
সান নিউজ/এনকে