আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে এখন পর্যন্ত ৫৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। আল জাজিরা, সিএনএন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৮০ জনকে। তারা ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক।
ইউরোপের দেশ ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইতালির কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপড়তা বাড়ানো হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনার জন্য মানবপাচারকারীদের দায়ী করেছেন।
তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে মাত্র ২০ মিটার দীর্ঘ একটি নৌকায় ২০০ জন মানুষ নিয়ে যাত্রা করা অপরাধ। এটা অমানবিক।
আরও পড়ুন: রাশিয়াকে ভাঙার পরিকল্পনা!
এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে যায়। এতে অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হয়, তারা সবাই মারা গেছেন। জাহাজটি ইউরোপ যাচ্ছিল।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক টুইট বার্তায় জানায়, লিবিয়া কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করে।
সান নিউজ/এনকে