সান নিউজ ডেস্ক : অবৈধ পন্থায় দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে ২০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মোজাম্বিক পুলিশ। মঙ্গলবার (৭ জুন) দেশটির গাজা প্রদেশের বেলিং সমুদ্র উপকূলীয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত
মোজাম্বিকের বাংলাদেশি কমিউনিটি স্থানীয় পুলিশের বরাতে জানায়, আটক হওয়া বাংলাদেশিদের মোবাইল, টাকা-পয়সা ও পাসপোর্ট ছিনতাই হয়ে গেছে।
পুলিশের হাতে তারা আটক হওয়ায় পর দালালরাও পালিয়ে গেছেন। উন্নত জীবনের আশায় হাজার কিলোমিটার পাড়ি দেওয়া এসব বাংলাদেশি বর্তমানে মাসিংগা থানা হাজতে মানবেতর জীবনযাপন করছেন।
বাংলাদেশি কমিউনিটি আটক হওয়াদের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জানাতে পারেনি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
সান নিউজ/এফএ