নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জাতির পিতা সবসময় চাইতেন বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ একটি দেশ। যেখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম-কর্ম পালন করতে পারবেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কানাডার টরন্টোতে ‘প্রবাসে শারদীয় দুর্গোৎসব’ শিরোনামে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করেন। বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বীজ যাতে বপন হতে না পারে সে বিষয়ে জাতির পিতা দেশ স্বাধীন হওয়ার পরপরই বারবার সতর্ক থাকার আহ্বান জানান।
ডা. মুরাদ হাসান আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে।
সান নিউজ/এমকেএইচ