পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মধ্যপ্রাচ্যে নাহিদাই প্রথম কোনো নারী যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে স্নাতকোত্তর। এবং নেদারল্যান্ডসে পাবলিক ইন্টারন্যাশনাল আইন ও ফ্রান্সে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা করেন।
নাহিদা সোবহান বিসিএস ১৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
চাকরি জীবনে তিনি এর আগে রোম, জেনেভা ও কলকাতায় বাংলাদেশ মিশনের হয়ে কাজ করেন।
সান নিউজ/সালি