সান নিউজ ডেস্ক: অবশেষে বাংলাদেশের জন্য খুলছে জাপানের দুয়ার। বাংলাদেশসহ ছয়টি দেশের ওপর জারিকৃত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান।
সোমবার থেকে এসব দেশের নাগরিকরা জাপানে ঢুকতে পারবেন।এর আগে গত শুক্রবার এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। করোনাভাইরাস মহামারিকালীন বিধিনিষেধের অংশ হিসেবে জাপানে পৌঁছানোর পর সরকারি ব্যবস্থায় কমপক্ষে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
শনিবার জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের অধিক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চলতি বছরের জুনে ছয়টি দেশকে কালো তালিকাভুক্ত করেছিল টোকিও। গত প্রায় তিন মাস এসব দেশের নাগরিকদের জন্য জাপান ভ্রমণ প্রায় পুরোপুরি নিষিদ্ধ ছিল।
সান নিউজ/এমকেএইচ