আন্তর্জাতিক ডেস্ক: বাগান খাতে শ্রমিকের ঘাটতি দূর করতে ৩২ হাজার বিদেশি শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া। এ বিষয়ে দেশটির মন্ত্রিসভা সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারভানান।
সারাভানান বলেন, পাম-অয়েলসহ বাগান খাতে জনবলের ঘাটতি রয়েছে, তা দূরীকরণে মানবসম্পদ মন্ত্রণালয় একমত পোষণ করেছে। রোপণ খাতে শ্রমিকের অভাব জাতীয় আয়ে ক্ষতির ঝুঁকি তৈরি করেছে যা বছরে ২০ বিলিয়ন রিঙ্গিত, বিশেষ করে পাম-অয়েল খাতে।
এক্ষেত্রে, কেএসএম স্থানীয় শ্রমিকদের দিয়ে শূন্যপদ পূরণ করতে আগ্রহী করার পরও কোনো সাড়া মেলেনি। যার কারণে বিদেশি শ্রমিক দিয়ে শূন্যস্থান পূরণ করা দরকার।
সান নিউজ/এমএইচ