নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। একই সময় ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি খুনীদেরও আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে তারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সংগঠনের সভাপতি শফিকুল তালুকদার বাবুর সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বঙ্গুবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. ফরিদুল হক। বিশেষ অতিথি ছিলেন, কাতার আওয়ামী লীগের উপদেষ্টা সাদাত হোসেন নাসের । এছাড়া সহ সভাপতি মাহবুবুর রহমান বাবু, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আব্দুল জলিল, দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম তুতু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন কাতার আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।
সান নিউজ/এমএম