প্রবাস ডেস্ক : কুয়েতের আল আদির এলাকায় মাইন বিস্ফোরিত হয়ে আবুল (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে।শনিবার (১৪ আগস্ট) সকালে একটি খোলা মাঠে হাঁটার সময় পায়ের নিচে পড়ে মাইনটি বিস্ফোরিত হয়। এতে তার হাত পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি অবস্থাই তাকে জাহরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুলের বাড়ি ফেনী সদর উপজেলার শর্দী ইউনিয়নে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি প্রবাসে কৃষিকাজ করছিলেন। দেশে তার দুইটি মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইরাক-কুয়েত যুদ্ধের সময় এসব মাইন মাটিতে পুতে রাখা হতো। দুর্ঘটনাবশত সেই মাইন থেকে এই মৃত্যু হতে পারে।
স্বজনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা।
সাননিউজ/এমএইচ