কূটনৈতিক প্রতিবেদক: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার আদর্শ ও দর্শনকে অনুসরণ করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মানিত সদস্য সচিব ও কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান।
দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে অনলাইন আলোচনা সভায় রাষ্ট্রদূত আবিদা ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম তাঁর বক্তব্যে জাতির পিতার অসাম্প্রদায়িক নীতি ও বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি এবং বিশ্ব শান্তি ও সম্প্রীতি স্থাপনে তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও সমর্থনের কথা উল্লেখ করেন।
‘মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে 'বঙ্গবন্ধু শান্তি পুরস্কার' প্রদান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের এই উদ্যোগ বিশ্বে শান্তি ও সহনশীলতার সংস্কৃতি ছড়িয়ে দেবে। তা ছাড়া, আসন্ন ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বিশ্ব শান্তি সম্মেলন’ বিশ্ব মানবতাকে একত্রিত হতে অনুপ্রাণিত করবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে আরও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে-যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু।
সান নিউজ/এফএআর