প্রবাস ডেস্ক : মরিশাসে স্থানীয়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার (৭ আগস্ট) সরকারের বিধিনিষেধ মেনে নাও-ই-সান সোশ্যাল সার্ভিস ও ভ্যালিপিটোতে ৩৫ জন অসহায়কে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে মরিশাস সরকারের উপ-প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মোহাম্মদ আনোয়ার হসনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মরিশাসের বিশিষ্ট ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার রেজিনা আহমেদ প্রথমেই জাতির জনকসহ ১৫ আগস্টে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি প্রার্থনা করেন, এই রাতে নিহত আত্মাদের প্রতি উৎসর্গ মানবিক সহায়তার জন্য প্রাপ্ত দোয়া যেনো মহান সৃষ্টিকর্তার দরবারে গৃহীত হয়।
প্রধান অতিথি ড. মোহাম্মদ আনোয়ার হসনু বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বাংলাদেশ হাইকমিশনের এই মহান উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সান নিউজ/ এমএইচআর