কূটনৈতিক প্রতিবেদক: তুরস্কের রাজধানী আঙ্কারার বাংলাদেশ দূতাবাস যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিলো। শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী, পেশাজীবীদের নিয়ে ঈদ পুনর্মিলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এখানে।
বাংলাদেশ দূতাবাস আঙ্কারার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রাঙ্গণে।
অনুষ্ঠানের শুরুতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, এনডিসি করোনা সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আমন্ত্রিত অতিথিদের সাথে করেন ঈদের শুভেচ্ছা বিনিময়।
ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য রাষ্ট্রদূতের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ হাউজের মাঠ প্রাঙ্গণে মহিলাদের বালিশ খেলা, শিশুদের ৫০ মিটার বিস্কুট দৌড় এবং রশি টানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার পরপরই দূতাবাসের ‘বিজয়-৭১ মিলনায়তন’এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এত ছিলো, গান, কবিতা আবৃত্তি।
সাপ্তাহিক ছুটির দিনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ায় একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রবাসে বসে ঈদের আমেজকে উপভোগ করেন বাংলাদেশিরা।
সান নিউজ/এফএআর