নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চকে “আন্তর্জাতিক গণহত্যা” দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য জাতিসংঘের সামনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। একই সঙ্গে বাংলাদেশ স্থায়ী মিশনে স্মারকলিপিও প্রদান করেছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদর দপ্তরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হবিগঞ্জের বাসিন্দা শরীফ আহমেদ জানান, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এর নিদের্শনায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শফিকুর রহমান সাফাতের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- নিউইয়র্ক স্ট্রেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুর রহমানসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের জন্য ২৫ মার্চ একটি কালো অধ্যায়। এই দিনে সশস্ত্র পাক হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর ঝাপিয়ে পড়ে। যা পৃথিবীতে বরবরর্তার ইতিহাস হিসাবে রচিত রয়েছে। তাই এই দিনটিকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতির প্রদানের দাবি জানান।
সান নিউজ/এফসি/কেটি