আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মুস্তাফিজুর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।
শুক্রবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার দেশের বাড়ি ময়মনসিংহে।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। করোনা সংক্রমণের পর থেকে দীর্ঘ এক মাস তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ডা. মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কানেকটিকাটের সাউথ উইন্ডজোর শহরে বসবাস করতেন। তিনি হার্টফোর্ড হাসপাতাল ও ইস্ট হার্টফোর্ডের সাফা মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন।
কানেকটিকাট প্রবাসী গোলাম আহমেদ জানিয়েছেন, শনিবার দুপুর ১টায় কানেকটিকাটের ইনফিল্ডের মুসলিম কবরস্থান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই মরদেহ দাফন করা হবে।
ডা. মুস্তাফিজুর রহমান লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেছিলেন।