সান নিউজ ডেস্ক : মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক তোয়াবুর রহিম লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তোয়াবুর রহিম কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রবীণ এ রাজনীতিবিদ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, তৎকালীন গণপরিষদ সদস্য, বাংলাদেশের প্রথম জাতীয় পরিষদ সদস্য (সিলেট ১৪ মৌলবীবাজার, রাজনগর) ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে।
সান নিউজ/এসএম